মালদা

পথ দুর্ঘটনায় মৃত্যু এক সব্জি বিক্রেতার, গুরুত্বর জখম ২

সকালে সব্জি বিক্রি করার জন্য বাড়ি থেকে রওনা দেবার পর পথে পথ দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হল এক সব্জি বিক্রেতার। ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও দুই জন। তারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে মালদার গাজোল থানার আহোর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।  

            জানা যায়, আজ সকালে বিকাশ মন্ডল সহ আরও দুইজন সব্জি নিয়ে মালদার আম বাজারে সব্জি মার্কেটে আসবে বলে আহোরা স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। সে সময় মালদা মুখী একটি পিক আপ ভ্যান থামিয়ে তারা মালদা আসার জন্য গাড়ি ভাড়া ঠিক করছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ১০ চাকার লড়ি পিক আপ ভ্যানটিকে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় ওই সব্জি বিক্রেতারা। আহত ৩ জনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা এক জনকে মৃত বলে ঘোষণা করে। মৃত ওই সব্জি বিক্রেতার নাম বিকাশ মন্ডল, বাড়ি গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের আহোর এলাকায়। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তারা বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।